JU C UNIT QUESTION BANK ,
Jahangirnagar University (JU)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষাবর্ষ: ২০১৭-২০১৮
ইউনিট: C
সেট: ০১
![]() |
JU, Jahangirnagar University Question Bank |
01. কোনটি
উ স্বরধ্বনির বৈশিষ্ট্য নয়?
A. সম্মুখ
স্বরধ্বনি
B. সংবৃত
C. উচ্চ
D. গোলাকৃতি
Sol": (A); 'উ'
স্বরধ্বনির বৈশিষ্ট্য:
ক) উচ্চারণের সময় জিহ্বা পিছিয়ে
আসে বলে পশ্চাৎ স্বরধ্বনি।
খ) জিহ্বা উচ্চে থাকে।
গ) পশ্চাৎ ওষ্ঠাধর গোলাকৃতি ধারণ করে।
02. কোনটি লিপির বিবর্তনের ধাপ নয়? [Ans: D]
A. চৈনিক
লিপি
B. জাপানি
লিপি
C. চীনা
লিপি
D. দৈব
লিপি
03. বাংলা
একাডেমী প্রমিত বাংলা বানানের কোন নিয়মটি শুদ্ধকরণে
নেই? [Ans:
C]
A. তৎসম
শব্দের বানান অবিকৃত থাকবে
B. সকল
অ-তৎসম শব্দের বানানে
কেবল ই এবং উ
এবং এদের কার f/) চিহ্ন
ব্যবহৃত হবে।
C. বিদেশী শব্দ বিদেশী উচ্চারণ
অনুযায়ী লিখতে হবে।
D. সন্ধির
ক্ষেত্রে ক, খ, গ,
ঘ পরে থাকলে পূর্ব
পদের অস্তস্থিত ম স্থানে অনুস্বার
লেখা যাবে।
04. 'ন্যায়'-এর বিশেষণ রূপ
কোনটি? [Ans: A]
A.ন্যায্য
B. ন্যায়
C. সঠিক
D. যথার্থ
05. কোনটি
ক্রিয়ার কাল নয়?
A. পুরাঘটিত
অতীত
B. পুরাঘটিত
বর্তমান
C. পুরাঘটিত অনুজ্ঞা
D. পুরাঘটিত
ভবিষ্যৎ
Sol": (C);
06. 'কাব্য'
এর সঠিক প্রকৃতি ও
প্রত্যয় কোনটি?
A. কবি
+ অ
B. কবি + য
C. কবিতা
+ অ
D. কবিতা
+ য
07. 'ছন্দে
নিপুন যিনি' বাক্যটি সংকোচন করলে হয় কোনটি সঠিক?
[Ans: C]
A. কবি
B. ছান্দসিক
C. হন্দবেত্তা
D. ছন্দদাতা
08. কোনটি সঠিক?
[Ans: D]
A. আইনানুসারে
তিনি এ কাজ করতে
পারেন না
B. আইনগত
তিনি এ কাজ করতে
পারেন না
C. আইনগতভাবে
তিনি এ কাজ করতে
পারেন না . আইনত তিনি
এ কাজ করতে পারেন
না
09. কোন
প্রবন্ধগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের?
A. পশ্চিম যাত্রীর ডায়েরী, পারস্যে, পথে ও পথের
প্রান্তে
B. ব্যথার
দান, রিক্তের বেদন, হেনা
C. ঘাটের
কথা, রাজপথের কথা, খাতা
D. সংসারসীমান্তে,
সাগর সঙ্গম, তেলেনাপোতা আবিস্কার
Sol": (A); পশ্চিম
যাত্রীর ডায়েরী, পথে ও পথের
প্রাস্তে- রবীন্দ্রনাথ ঠাকুর
পারস্যে
নামে রবীন্দ্রনাথের কোন প্রবন্ধ নেই
তবে “পারস্যের পথে” এক
“জাপানে
পারস্যে” নামে দুটি প্রবন্ধ
আছে ৷
10. ঈশ্বরচন্দ্র
বিদ্যাসাগরের রচনা কোনটি?
A. প্রভাবতী
সম্ভাষণ
B. পথের
পাঁচালী
C. স্বপ্নপ্রয়াণ
D. ফুলবালা
Sol": (A);
11. কোনটি
শেখ আবদুর রহিম সম্পাদিত পত্রিকা?
A. মোসলেম
ভারত
B. মোসলেম
প্রতিভা
C. লহরী
D. মিহির
দর্শন
Sol": (B);.
12. কোন
উপন্যাসগুচ্ছ লোকনাথ ভট্টাচার্যের
A. তৃতীয় নয়ন, সন্ধ্যার সুর, নির্জন শিখর
B. ভোর,
হাজার চুরাশির মা, দুয়েকটি ঘর
দুয়েকটি স্বর
C. আরণ্যক,
বাবুঘাটের কুমারী মাছ, যত দ্বার
তত অরণ্য
D. সময়
অসময়ের বৃত্তান্ত, থিয়েটার আরম্ভ সাড়ে সাতটায়
Sol": (Blank);
13. কোন
কবিতাগুচ্ছ শামসুর রাহমানের?
A. বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, যে অন্ধ সুন্দরী
কাঁদে, রূপসী বাংলা
B. বুক
তার বাংলাদেশের হৃদয়, হরিণের হাড়, ঝরা পালক
C. স্বপ্নেরা ডুকরে ওঠে বার বার,
খুব বেশি ভালো থাকতে
নেই, আলো পৃথিবী
D.রূপালী
স্নান, অন্ধকার থেকে আলোয়, কখনো
আমার মাকে
Sol": (D);
14. শুদ্ধ
রূপ কোনটি? [Ans: D]
A. অত্যাধিক
B. অত্যধীক
C. অত্যাধ্যিক,
D. অত্যধিক
15. ‘তিরস্কার’
এর বিপরীত শব্দ কোনটি? [Ans: C]
A. অনুদান
B. উপহার
C. পুরস্কার
D. পরিস্কার
16. Which
of the following sentences is correct?
A. I want
to improve my ability of reading
B. I want
to improve my reading ability
C. I want
improving my ability of reading
D. I want
my ability of reading to be improved
Sol":
(B); want verb এর পর Infinitive বসে।
17. Which
of the following is not a 'wh' word?
A. How
B. Who
C. Where
D. Whole
Sol":
(D); Words which are used to ask certain types of questions are often referred
as W H-words. List of WH- words → What, When, Where, Which, Who,
Whom, Whose, Why, How
18. Which
of these sentences is correct?
A. There
is little prospect of the situation improving
B. There
is little prospect to the situation for improving
C. There
is little prospect into the situation to improving
D. There
is little prospect for the situation to improve.
Sol":
(D); Prospect for = অনুসন্ধান করা
19. Which of the following sentences is not properly
punctuated? [Ans: A]
A Wilkie Colins wrote mysteries; his books are suspenseful.
B. Two important jazz musicians are louis Armstrong a
trumpet player; Duke Ellington - a composer
C. Mari made her way along the beach, jogging happily
D. Charles Chaplin wrote, directed and starred in many film
comedies.
20. A process by which the surface of the earth is worn away
by the action of water, winds etc is called:
A. erosion
B. extinction
C. retreat
D. habitation
Sol": (A); Erosion (T) is the process by which the
surface of earth is worn away by the action of water,
wind etc.
21. All regions are famous for [Ans: A]
A. Wedding songs
B. Roof beating songs
C. Sari
D. Bhatiyali
22. Which one of the following expressions announce your
arrival for an appointment? [Ans: A]
A.I'm here to see Mrs. Hodges
B. Could you please tell Mr. Smith I'm here?
C. I have an appointment with Mrs. Jones
D. All of the above
23. Circle the word that gives the clue to the meaning of
underlined word:
Lifestyles seem to change very fast.
A. Styles of clothes
B. Living habits
C. Costs of living
D. Network of friends
Sol": (B); Lifestyle usually indicates someone's way or
living habits.
24. Which of the following is the odd man out?
A. sluttering
B. faltering
C. shaking
D. stammering
Sol": (B); Stuttering = তোতলামি
Stammering = তোতলামি
/ থেমে থেমে কথা বলা
Faltering = দ্বিধাগ্রস্থ
ভাবে কথা বলে
Shaking = ঝাঁকুনিদার
25. Which of the following underlined parts sounds differently?
A. choir
B. choke
C. chop
D. choise
Sol" (A); Choir এর
Ch এর উচ্চারণ “কো” এর মতো
হয়। বাকি গুলোতে Ch এর
উচ্চারণ “চ” এর মতো।
26. Which of the following is incorrectly spelled?
A. fascist
B. pontun
C. staggered
D. occurrence
Sol": (B); There is no such word as pontun. The correct
spelling is Pontoon Which means প্রশস্ত
তলের নৌকা।
27. 'Learning's bower' is an example of
A. metaphor
B. simile
C. image
D. personification
Sol": (A); A
metaphor is a figure of speech that uses one thing to means another and makes a
companision between the two.
2
8. Choose the pair that expresses a relationship similar to
that in the original pair; attractive: attraction
A. typical: typo
B. wide: wideth
C. long: length
D. none of the above
Sol": (C); Attractive (Adjective): Attraction (Noun);
Long (Adjective): Length (Noun)
29. 'I have always dreamt that I will be an engineer' -
Which of the following dream is it?
A. A sweet dream
while sleeping
B. A nightmare
C. A dream that you always carry consciously
D. A day dream
Sol": (C); A Nightmare means Day dream means Which the
question doesn't indicate.
30. The movement of the Rohingya people away from Myanmar to
Bangladesh is: Sol": (A);
A. diaspora
B. diatomic
C. diatrible
D. ethinic cleansing
31. 'এক
সাগর রক্তের বিনিময়ে'- অর্জন কি? [Ans: A]
A. স্বাধীনতা
B. গণতন্ত্র
C. সমাজতন্ত্র
D. ভাষার
অধিকার
32. 'কী
শোভা, কী ছায়া গো,
কী স্নেহ কী মায়া গো,
.' কার শোভা?
A সোনার
বাংলা
B. পূর্ব
বাংলা
C. পশ্চিম
বাংলার
D. স্বাধীন
বাংলার
[Ans: A ] |
33. ‘শিকারী
যেমন ঝাকের পরে তীর মারিয়া
পঙ্খী ধরে..... এখানে শিকারী হিসেবে তুলনা করা হয়েছে?
A.পাকিস্তানীদের
B. ব্রিটিশদের
C. আমেরিকানদের
D. ভারতীয়দের
34. 'শাহ-ই-বাঙালিয়ান' খ্যাত
সুলতান
A. আলাউদ্দিন
হোসেন শাহ
B. নূসরত
শাহ
C. ফখরুদ্দিন
মোবারক শাহ
D. ইলিয়াস
শাহ
Sol": (D); ইলিয়াস
শাহ মধ্যযুগের বাংলার সুলতানদের মধ্যে এক বিশিষ্ট স্থান
অধিকার করে আছেন। তিনি
পূর্ব পারস্যের এক সম্ভ্রান্ত পরিবারে
জন্মগ্রহণ করেন।
35. ফখরা
ছিলেন
A. গৌড়ের
সুলতান
C. লখনৌতির
সুলতান
B. সোনারগার
সুলতান
D. বাংলার
রাজা
Sol": (B); সোনারগায়ের
শাসনকর্তা বাহরাম খানের মৃত্যুর পর ফখরা নামের
তার একজন বর্মরক্ষক স্বাধীনতা
ঘোষণা করেন এবং “ফখরুদ্দীন
মোবারকশাহ” নাম নিয়ে সোনারগাঁয়ের
সিংহাসনে বসেন।
36. রাশিয়ার
সোস্যাল ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠিত হয়
A. ১৮১৮
সালে B. ১৮৯৮
সালে C. ১৯০৫
সালে D. ১৯১৭
সালে
Sol": (B); রাশিয়ার
সোস্যাল ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠিত হয়
১ মার্চ ১৮৯৮।
37. Mein Kampf- কে
বলা হয়
A. ফ্যাসিবাদের
বাইবেল
B. গণতন্ত্রের
বাইবেল
C.নাৎসীবাদের
বাইবেল
D. পুঁজিবাদের
বাইবেল
Sol": (C); এই
বইয়ের লেখক সাবেক জার্মান
চ্যান্সেলর অ্যাডলফ হিটলার।
38. পাহাড়পুর
বিহার
A. মহাস্থানে
B. কুমিল্লায়
C. জয়পুরহাটে
D. নওগাঁয়
Sol": (D); পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল
দেব (৭৮১-৮২) অষ্টম
শতকের শেষের দিকে অথবা নবম
শতকে এই বিহার তৈরী
করেছিলেন। ১৮৭৯ খ্রিঃ আলেকজান্ডার
কানিংহাম এটি আবিষ্কার করেন।
39. চীনে
মুদ্রিত প্রাচীন পুঁথি
A. হীরকসূত্র
B. স্বর্ণসূত্র
C. রৌপ্যসূত্র
D. ব্রোঞ্জসূত্র
Sol": (A); বিশ্বের
প্রাচীনতম মুদ্রিত পুস্তক হীরকসূত্র পাওয়া যায় চীনের পশ্চিমাঞ্চলের
তুং হুয়াং শহরের হাজার বুদ্ধের গুহায় ১৯০০ সালে, কাঠের
ব্লকের সাহায্যে তুতগাছের ছাল দিয়ে তৈরী
কাগজের ওপর বইটি ছাপা
হয়েছিলো ১১ মে ৮৬৮
সালে। ১৬ ফুট লম্বা
আর ১ ফুট চওড়া।
এটি বৌদ্ধ ধর্মগ্রন্থ।
40. শিল্প
বিপ্লব প্রথম শুরু হয়
A. জার্মানিতে
B. ফ্রান্সে
C. ইংল্যান্ডে
D. আমেরিকা
Sol": (C); আঠার
শতকের মাঝামাঝি সময়ে সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়।
41. কাগজকে
যদি ইরেজার, ইরেজারকে ব্যাগ, ব্যাগকে স্কেল, স্কেলকে পেন্সিল এবং পেন্সিলকে কাগজ
নামে ডাকা হয় তাহলে
একজন ছাত্র কি
দিয়ে
লিখবে?
A. পেন্সিল
দিয়ে
B. কাগজ
দিয়ে
C. স্কেল
দিয়ে
D. ইরেজার
দিয়ে
Solº: (B); যেহেতু
ছাত্ররা পেন্সিল দিয়ে লেখে। যদি পেন্সিলকে কাগজ
নামে ডাকা হয় তাহলে
ছাত্ররা কাগজ দিয়ে লিখবে।
42 রাকিব
করিমের চেয়ে দুর্বল। করিম রহিমের চেয়ে
সবল। আমিন রহিমের চেয়ে
দুর্বল। রাকিব রহিমের চেয়ে সবল। কে সবচেয়ে
দুর্বল?
A. করিম
B. রহিম
C. রাকিব
D. আমিন
Sol": (D); রাকিব
< করিম > • রহিম > আমিন
রাকিব
করিমের চেয়ে দূর্বল, আবার করিম রহিমের
চেয়ে সবল। অর্থাৎ রাকিব
এবং রহিমের চেয়ে করিম সবল। এদিকে
রহিমের চেয়ে আমিন দূর্বল এবং
রাকিব সবল। তাহলে আমিন
সবচেয়ে দূর্বল।
43, ক,
খ ও গ একই
বিছানায় শায়িত। খ ও গ
পরস্পর ভাই। ক, গ
এর মায়ের ভগ্নিপতি এবং খ এর
পিতা। খ,
গ এর কোন সম্পর্কীয়
ভাই?
A. মামাতো B. চাচাতো . C.
খালাতো D. ফুপাতো
44. ১,
২, ৩, ৫, ৮,
১৩, ২১, ৩৪...... ধারাটির
পরবর্তী সংখ্যাটি কত?
A B. ৯৮ D. ৭৩
Sol": (C); ১,
২, ৩, ৫, ৮,
১৩, ২১, ৩৪
যেহেতু
১+২ = ৩; ২+৩ = ৫; ৩+৫ = ৮; ৫+৮ = ১৩;
৮+১৩ = ২১; ১৩+২১ = ৩৪; ২১+৩৪ = ৫৫
45. সাদৃশ্যমূলক
শব্দ বসাও:
Very often : Seldom :: Frequently :?
A. Again B. Rarely
C. Always
[Ans: B]
D. Never
46. Windows Operating System নির্মাতা
প্রতিষ্ঠানের নাম কি?
A. IBM Microsoft
B. Apple D. HP
Sol" (C); Windows হচ্ছে
মাইক্রোসফটের একটি ফল্পেশিপ অপারেটিং
সিস্টেম
যা ব্যক্তিগত ও ব্যবসায়িক কম্পিউটারের
De Facto Standard ১৯৮৫
সালের নভেম্বরে মাইক্রোসফট তার ডিস্ক অপারেটিং
সিস্টেম Dos এর বাড়তি সুবিধা
হিসেবে Windows
বাজারে
আনে।
47. বাংলাদেশের
প্রথম রাষ্ট্রপতি কে?
A. তাজউদ্দিন
আহমেদ
C. সৈয়দ
নজরুল ইসলাম
B. মোহাম্মদ
আলী
D বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান
Sol": (D); ১৯৭১
সালের ১০ এপ্রিল মেহেরপুরের
বৈদ্যনাথ তলায় গঠিত হয় অস্থায়ী
সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ছিলেন এ সরকারের প্রথম
রাষ্ট্রপতি। সৈয়দ নজরুল ইসলাম ছিলেন উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদ
ছিলেন প্রধানমন্ত্রী।
48. ‘বাংলাপিডিয়া'
এর প্রকাশক কোন প্রতিষ্ঠান?
A. প্রগতি
প্রকাশনী
B. মুক্তধারা
C. এশিয়াটিক
সোসাইটি
D. বাংলা
একাডেমী
Sol": (C); বাংলাপিডিয়া
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোষ। বাংলা ও ইংরেজি দুইভাষাতে
মুদ্রিত এই বিশ্বকোষ ।
সিরাজুল ইসলাম এটি সম্পাদনা করেছেন।
49. 'স্ট্রোক'
আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ
হতে পারে। এই স্ট্রোক হলো
A. হৃৎপিন্ড
অচল হয়ে যাওয়া
B. মস্তিষ্কে
রক্তক্ষরণ ও রক্তপ্রবাহ ব্যাহত
হওয়া
C. হৃৎপিন্ডের অংশবিশেষ অকেজো হয়ে যাওয়া
D. ফুসফুস
বিকল হয়ে যাওয়া
Sol": (B); মস্তিষ্কের
অভ্যন্তরে কোন অংশে রক্ত
সরবরাহ বাধাপ্রাপ্ত হলে বা| বন্ধ
হলে মস্তিষ্কের কলাগুলো প্রয়োজন অনুসারে অক্সিজেন বা শর্করার সরবরাহ
পায়না। একে স্ট্রোক বলে।
স্ট্রোক সাধারণত দুই প্রকারের হয়।
(১) IS Chemic Stroke (ইসচেমিক স্ট্রোক) (২) Hemorrhagie stroke (হেমোরেজিক স্ট্রোক)।
50. মানুষের
ত্বকের রঙ কোন উপাদানের
উপর নির্ভর করে?
A. থায়ামিন
B.. মেলানিন C. ক্যারোটিন D. হিমোগ্লোবিন
Solº: (B); ত্বকের
রঙ সাদা বা কালো
হওয়ার পিছনে কারণ মেলানিন ।
মেলানিন বেশি হলে কালো
হয় এবং কম হলে
সাদা ।
51...... is any object from an archeological site that
displays nature's information.
A. A tool
B. An ecofact
C. An artifact
D. An article
Sol": (C); An Artifact is any object from an archeological
site that displays nature's information.
52. Which is the river not paired with the archeologtical
site?
A. Mahasthangarh: Karotoa
B. Maynamoti: Gomoti
C. Wari: Koyra
D. Sonargaon: Buriganga
Sol": (C); Wari- Bateshwar is in Norshinghdi. This
place is paired with Old-Brahmaputra river.
53 ) This gorge, some 30 miles long, is in Tanzania between
Serengeti National Park and the Great Rift Valley. No site in the world has
produced a longer sequence of stone tool assemblages and homind fossils. Name
this gorge
A. Kali Gandaki gorge
B. Olduvai gorge
C. Grand Canyon
D. Gorges du Verdon
Sol": (B); The Olduvai Gorge or Oldupai Gorge in
Tanzania is one of the most important paleonthropological sites in the world; A
steep sided ravine in the Oreat Rift Valley that stretches across East Africa,
It is about 48 Km (30ml) long & is located in the eastern Serengeti plains
in the Arusha Region not for, about 45 K.M (28ml) from Laetoli.
54. It is made of large stones arranged in concentric
circles around a prehistoric structure near Sylhet.
central altar. Name this
A. Palaeoliths
B. Macroliths
C. Xenoliths
D. Megaliths
Sol": (D); Jaintapur is famous for its megalithic
remains. It is located 40 kilometres north of Sylhet divisional town and at the
foot of the Jainta hills.
55. Which wonder of world is not in the list of New 7 wonders
of World?
A. Stonehege
B. Petra
C. Machu Picchu
D. Colosseum
Sol: (A); New 7 wonders of the World
(i) Great wall of china
(ii) Chirst the Redeemer Statue (Rio de Janeiro)
(iii) Machu Picchu (Peru)
(iv) Chiehen itza (Yueatan Peninsula,
(v) The Roman
Colosseum (Rome)
(vi) Taj Mahal (Agra, India)
(vii) Petra in Jordan
56. Which wonder of nature of Bangladesh did not participate
in the voting of selecting in the list of New 7 Wonders of Nature? [Ans: C, D
both]
A. Cox's bazar Sea Beach
B. Sunderban
C. Ganga-Padma river
D. Laoachora reserve forest
57. The Building period of 'Great Wall of China' is between
[ANS: C]
A. 214 ACE to 1000 ACE
B. 214 BCE to 1600 ACE
C. 14 ACE to 1200 ACE
D. 1600 BCE to 214 ACE
58. 'The Second World War' is written by
A. Stephen Hawking B. Nelson Mandela
C. APJ Abul Kalam
D. Winston Churchill
Sol": (D); The Second
World War is history book, which was written by Winston Churchill. For this
book he was awarded the Nobel Prize for Literature in 1953. 59. Which as the
area was included in Hellenistic
civilization?
A. Iraq
B. Iran
C. Jerusalem
D. Alexandria
Sol": (D); There is whole egypt was included is
Hellenistic Civilization. And Alexandria is the 2nd
biggest city of egypt.
60. Man Shingh won the war of
A. Kalinga
B. First war of Panipath
C. Second war Tarain
D. Haldighat
Sol": (D);
61. How many boundaries with India?
A.30
B. 3
C. 32
D. 33
Sol": (A); There are 32 Districts of Bangladesh share
their boundaries with India and Myanmar. 30 districts share boundaris with
India. 3 districts share boundaris with Mayanmar. There is a common district
that share its boundary with India and Myanmar both and the district is
Rangamati.
62. Which of the following district of Bangladesh share
boundaries with India and Myanmar?
A. Cox's Bazar
B. Bandarban
C. Chittagong
D. Rangamati
Sol": (D); Follow the solve of Question No: 61
63. The headquarters of International Atomic Energy Agency
(IEAE) is located at
A. Paris, France
B. Rome, Italy
C. Bern, Switzerland
D. Vienna, Austria
Sol: (D); The headquarter of International Atomic Energy
Agency is located at-Vienna Austria.
64. Which of the following is not a principal organ United
Nations Organization?
A. Trusteeship Council
B. Economic and Social Council
C. International Court of Justice
D. Human Rights Commission
Sol": (D); The Principal Organ of UNO (i) General
Assembly (ii) The Security Council
(iii) The Economic & Social Council (iv) The trusteeship
Council (v) The international Court of Justice
(vi) The UN Secretarial
65. When was South Africa inducted into BRIC (Brazil,
Russia, India, China) to form BRICS?
A. 2009 B. 2011 C. 2008 D.2010
Sol": (D); South
Africa inducted into BRIC to form BRICS in 2010.
66. Which world body organized Anaconda 16, the biggest ever
joint military exercise in Poland?
A. NATO
B. SCO
C. ASEAND
D. SAARC
Sol": (A); ANAKONDA-16 Millitary Exercise begins again
in the new form in 2016. It organized first in Poland Since 1989. It was
organized by NATO.
67. 'Talgo trains' belong to which country?
A. Spain B.
Portugal C. Chile D. Mexico
Sol": (A): Talgo trains at first introduced in the
world by spain.
68. "Politics Among Nations" was written by
A. K, J. Holstai
B. Frederick Hartman
C. Hans Morgenthau
D. Morton Kaplan
Sol": (C); In 1948 "Politics Among Nations"
was written by Hans Morgenthau.
69. The headquarters of International Maritime Organization
(IMO) is located at UK.
A. London B. Vienna C. Geneva
D. Madrid
Sol": (A); The Headquarter of IMO is located at London,
UK.
70. After World War I, how many treaties were concluded with
the defeated powers at the Paris Peace Conference (1919)? [Ans: B]
A. 4
B. 5
C. 6
D. 7
71. What type of publication The Wall Street Journal' is?
A. daily
B. weekly
C. fornightly journal
D. half-yearly magazine
Sol": (A); The wall street Journal is an American business
focused, English language international daily newspaper based in New York City.
72. Who was given Bangladesh's national gallantry award-Bir
Protik?
A. J. F. R Jacob
B. Ellen Connet
C. William A S Quderland
D. Iwaichi Fujiware
Sol": (C); William A.S. Quderland, Dutch Australlian
Comando Officer. He was awarded the 4th highest
Gallantry award, Bir Protik (Foreigner).
73. Which one of the following is not a social media?
A. Instagram
B. YouTube
C. Linkedin
D. TMZ
Sol": (D); Without TMZ All above are the site of Social
Media.
74. What is 'Bangabandhu-1'
A. the first satellite of Bangladesh
B. the first novo-theathre of Bangladesh
C. a marine ship
D. one kind of rice
Sol": (A); The 1st Satelite of Bangladesh is in the
name formed of Bangabandhu-1.
75. Who is the Guru of Fakir Lalon Shah? [Ans: C]
A. Panchu Shahi
B. Siraj Sanyi
C.Duddu Shah
D. Delbar Shahi
76. Which one is not included in Europe?
A. Fiji
B. Andorra
C. Monoco
D. Liechtenstein
Sol": (A); Fizi
is included in the Continent of Oceania.
77. Renowned journalist Rober Fisk works for
A. BBC
B. Guardian
C. The Independent
D. The New York Times
Sol": (C); Robert fisk is a Middle East correspondent
for "The Independent".
78. Nikkei Asian Review is based on
A. Japan
B. Korea
C. Singapore
D. None
Sol": (A); For more than 140 years NIKKei Asian Review
has been prividing unparalleled coverage of Japan's economy, industries and
markets.
79. Which country recently began trial against Aung San Suu
Kyi for crime against humanity? [Ans: C]
A. Switzerland
C. Indonesia
B. Malaysia
D. The Netherlands
80. Noted journalist Monzat Uddin is remembered for
A. his reports on the lives of the indigenous poeple
B. his stories narrating the lives of city people
C. his books on the natural beauty of Bangladesh
C. his reports presenting the facts of rural lives.
Sol": (D); Noted Journalist Monzat Uddin is remembered
for his reports on the lives of rural and unprevilliged people.
0 Comments